ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাওয়াকিল জাকির তাজুলের নেতৃত্বে অর্থোপেডিক সোসাইটির কমিটি ঘোষণা

ওয়াকিল জাকির তাজুলের নেতৃত্বে অর্থোপেডিক সোসাইটির কমিটি ঘোষণা

সুমন দত্ত: লুকিয়ে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কমিটি ঘোষণাকে প্রত্যাখান করেছে জাতীয়তাবাদী অর্থোপেডিক সার্জনরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের ১৫৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সারাদেশ থেকে অর্থোপেডিক সার্জনরা যোগ দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক ডা. ওয়াকিল আহমেদ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদস্য সচিব ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব, কোষাধ্যক্ষ ডা. তাজুল ইসলাম রবি।

বক্তারা বলেন, ৫ই আগস্ট ২০২৪-এ বাংলাদেশের জনগণ এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটায় এবং দেশে গণতান্ত্রিক চেতনার পথ সুগম হয়।

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি ১৯৭৯ সালে গঠিত হওয়ার পর থেকে ঐতিহাসিক পরিক্রমায় একটি মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে।
এই সংগঠনটি অর্থোপেডিক চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি চিকিৎসকদের দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণ, বৈজ্ঞানিক কর্মশালা, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনসহ নানাবিধ জনকল্যাণমূলক কাজ করে থাকে।

জুলাই –আগষ্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সোসাইটির পূর্ববর্তী কমিটির সম্মিলিত পদত্যাগে একটি প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়, যার ফলে সোসাইটির কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।

কিছুদিন পূর্বে দেশের জাতীয়তাবাদী অর্থোপেডিক বিশেষজ্ঞদের সম্পূর্ণ অন্ধকারে রেখে, কাউকে কিছু না জানিয়ে অল্প সংখ্যক চিকিৎসককে নিয়ে একটি মহল চর দখলের মত ফ্যাসিস্ট কায়দায় একটি কমিটি ঘোষনা করে।

সেই কমিটি সমগ্র অর্থোপেডিক চিকিৎসক সমাজ প্রত্যাখান করে এবং সাথে সাথেই এই ফ্যাসিস্ট কর্মকাণ্ডের প্রতিবাদে গণতন্ত্রকামী দেশ সেরা চিকিৎসকদের নিয়ে, নবীন – প্রবীণের সমন্বয়ে ডাঃ ওয়াকিল আহমদ – ডাঃ সৈয়দ জাকির হোসেন বিপ্লব-ডাঃ তাজুল ইসলাম রবির নেতৃত্বে একটি কমিটি গঠন করে ।

নবগঠিত কমিটির পরিচিতি সভার দিন প্রত্যাখাত কমিটির নিন্দনীয় ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কারণে উদ্ভুত পরিস্থিতিতে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ডিরেক্টর নিটোর এর অফিস কক্ষে এবং উভয় কমিটির উপস্থিতিতে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সকল কার্যক্রম স্থগিত করা হয় যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। যদিও সিংহভাগ অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ ওয়াকিল – ডাঃ বিপ্লব – ডাঃ রবি পরিষদের সাথেই ছিলেন। তবু বৃহত্তর স্বার্থে আমরা এতে সম্মত হই।

কিন্তু এখন দেখা যাচ্ছে, ঐ ক্ষুদ্র গোষ্ঠী পুনরায় আলাপ আলোচনার তোয়াক্কা না করে এবং ওয়াদা বড়খেলাপ করে একটি পরিবর্তিত ও অগ্রহণযোগ্য কমিটি ঘোষণা করে যেখানে ফ্যাসিবাদী চক্রের সম্পৃক্ততা স্পষ্ট। আমরা অর্থোপেডিক চিকিৎসক সমাজের বৃহত্তর অংশের পক্ষ থেকে এই অগণতান্ত্রিক ও বিভ্রান্তিকর কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একই সাথে ডাঃ ওয়াকিল- ডাঃ বিপ্লব -ডাঃ রবির নেতৃত্বে ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি।

আমাদের পরকিল্পনা সমূহ:

১। দেশে শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা তৈরির অংশ হিসেবে জুনিয়র অর্থোপেডিক সার্জনদের দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি আমাদের অঙ্গীকার।

২। উপজেলা জেলা ও বিভাগীয় শহরে কর্মরত অর্থোপেডিক সার্জনদের বিশ্বের উন্নত প্রযুক্তি ও আধুনিক চিকিৎসাব্যবস্থার সমপর্যায়ে প্রশিক্ষিত করার জন্য বিভাগীয় পর্যায়ে বৈজ্ঞানিক সম্মেলন ও ওয়ার্কশপের আয়োজনে সোসাইটি কার্যকরী ভূমিকা পালন করবে।

৩। একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সোসাইটির সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এবং গণতান্ত্রিক উপায়ে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যাবস্থা করে নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর আমাদের অন্যতম প্রতিশ্রুতি।

৪। সোসাইটির কার্যক্রম গতিশীল করার জন্য বিভাগীয় পর্যায়ে অর্থোপেডিক সোসাইটির কমিটি গঠন করা আমাদের পরিকল্পনার অংশ।

৫। সোসাইটির সদস্যবৃন্দ/প্রতিনিধিবৃন্দ বিভিন্ন দেশে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগদান করে সোসাইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমুন্নত করতে বদ্ধপরিকর।

পাশাপাশি দেশের সকল অর্থোপেডিক বিশেষজ্ঞদের আশ্বস্ত করছি যে, খুব শীঘ্রই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটির মাধ্যমে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন BOSCON সহ বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সকল কার্যক্রম পুনরায় সচল করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular