ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিনারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক: সালাহউদ্দিন আহমেদ

নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক: সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা অনেক উদ্বেগজনক।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘অদম্য নারী-শক্তিতে অজেয়’ শীর্ষক কর্মসূচিতে বক্তৃতা করেন তিনি।

অন্তর্বর্তী সরকার এবং আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার রহস্য উন্মোচন করুন। এর মধ্যে পতিত ফ্যাসিবাদের কোনো কারুকার্য-কারসাজি-চক্রান্ত আছে কি না, তা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবেই অস্থিতিশীল হতে না পারে, দেশের ভাবমূর্তি যাতে দেশ-বিদেশে ক্ষুণ্ন না হয়; সেদিকে আপনারা লক্ষ রাখুন। কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি যেভাবে সহিংসতা-নিপীড়ন বাড়ছে, তা অনেক উদ্বেগজনক। সরকারকে অবশ্যই এসব কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে হবে। নয়তো দেশের ভাবমূর্তি দেশ-বিদেশে ক্ষুণ্ন হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন বলেন, ‘নারীরা সকল গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে ছিল। তাই আমাদের দলের ৩১ দফায়ও প্রতিশ্রুতি আছে নারীর ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে, আইনিভাবে।’

তিনি বলেন, ‘সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পথে আমরা এগিয়ে যাব।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular