রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ইএসডিও’র সহযোগিতায় এ দিন সকালে উপজেলার কেন্দ্রীয় হাই স্কুল মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাণীশংকৈল স্টেশন মাস্টার আব্দুল মোনায়েম হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, ইএসডিও সহকারী কারিগরি কর্মকর্তা অজিত বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হয়।