ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচোরের মোবাইল ঘেঁটে বেরিয়ে এল ধর্ষণ-হত্যাসহ নানা ঘটনা

চোরের মোবাইল ঘেঁটে বেরিয়ে এল ধর্ষণ-হত্যাসহ নানা ঘটনা

পঞ্চগড় প্রতিনিধি: এ যেন কেঁচো খুড়তে সাপ বের হওয়া। গত শনিবার রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে একটি বাড়িতে ইজিবাইক চুরির সময় স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হন রিফাত বিন সাজ্জাদ (২৩)। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে স্বীকার করেন, তিনি এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছেন। সেই ঘটনা ঘটেছে তাঁকে আটকের ৫৩ দিন আগে।

সোমবার দুপুরে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন। গ্রেপ্তার রিফাতের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার রাতে রিফাত আটোয়ারীর রাধানগর এলাকার একটি বাড়িতে ইজিবাইক চুরি করতে যান। তখন স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে দেন। পুলিশ তাঁর ব্যবহৃত মুঠোফোনে এক নারীকে হত্যার কয়েকটি ছবি ও ভিডিও পায়। এ নিয়ে জিজ্ঞাসাবাদে রিফাত বলেন, গত ১৩ জানুয়ারি রাতে ট্রেনে দিনাজপুর থেকে পঞ্চগড়ে আসার পথে এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পথে ওই নারীকে নিয়ে তিনি আটোয়ারীতে নামেন। ওই নারীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। পরে নারীকে হত্যা করে লাশ রেলপথের ওপর ফেলে রাখেন। পরদিন ১৪ জানুয়ারি আটোয়ারীর রেলপথে এক নারীর খণ্ড–বিখণ্ড লাশ পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী বলেন, রিফাতকে আটকের পর আটোয়ারী থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। একটি ধর্ষণের পর হত্যা মামলা, অপরটি ইজিবাইক চুরির মামলা। গতকাল রোববার এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হলে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার বলেন, গত ১৪ জানুয়ারি স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায় দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ।

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার এক ব্যক্তি তাঁর ১৭ বছর বয়সী মেয়ে নিখোঁজ ও অপরহরণের ঘটনায় ভুল্লী থানায় একটি মামলা করেন। পঞ্চগড়ের আটোয়ারীর রেলপথে উদ্ধার হওয়া লাশটি নিজের মেয়ের ভেবে ময়নাতদন্তের পর নিয়ে দাফন করেন। রিফাতের মোবাইল ফোনে পাওয়া ছবি ও ভিডিও ঠাকুরগাঁওয়ের ওই বাবাকে পাঠালে তিনি জানান, দাফন করা লাশটি তাঁদের নিখোঁজ মেয়ের নয়।

গ্রেপ্তার রিফাত নিহত ওই নারীর নাম–পরিচয় জানাতে পারেননি বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী। তিনি বলেন, লাশ উদ্ধারের সময় ওই নারীর আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই। ওই নারীর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, সদর উপজেলার ১৭ বছর বয়সী এক কিশোরী ৪ জানুয়ারি নিখোঁজ হয়। এ ঘটনার পর ওই কিশোরীর বাবা নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ১২ জানুয়ারি তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মেয়েকে অপহরণের মামলা করেন। ১৪ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পড়া খণ্ডিত লাশ উদ্ধারের পর সেই লাশ নিজের মেয়ে ভেবে গ্রহণ করেছিলেন তিনি। এখন রিফাতকে গ্রেপ্তারের পর ছবি ও ভিডিও দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন যে ওই লাশ তাঁদের মেয়ের নয়।

ভুল্লী থানার ওসি বলেন, ঠাকুরগাঁওয়ে লাশ দাফনের প্রায় ১০ দিন পর একটি স্থানে লাশের হাড়গোর পাওয়া যায়। ওই হাড়গোরের আলামত সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে নিখোঁজ কিশোরীর বাবা-মায়ের নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রেলপথ থেকে উদ্ধার লাশের আলামতও ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular