ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরবিরামপুরে ৫৪ বছর পর আদালতের রায়,দখল বুঝে দিলেন আদালত

বিরামপুরে ৫৪ বছর পর আদালতের রায়,দখল বুঝে দিলেন আদালত

এমডি রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বিরামপুরে দির্ঘ ৫৪ বছর পরে আদালতের রায়ে জমি ফিরে পেলেন ভুক্তভোগীরা। আজ (১৫ ফেব্রুয়ারী) শনিবার বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের কোঁচ গ্রাম মহল্লায়।

উপজেলার কোঁচ গ্রাম মহল্লার পিতা মৃত সাদেক হোসেন চৌধুরীর ছেলে সালেহা দিন দেনদার জমিজমা সংক্রান্ত বিষয়ে গত ১৯৫৩ সালে মামলা করেন। প্রাথমিক ভাবে ১৯৬৮ রায় হয়।

গত ২১/০৩/২০০৭ তারিখে চুড়ান্ত ভাবে রায় হয়। সেই মোতাবেক আজকে দিনাজপুর আদালতের প্রতিনিধি দল দিনাজপুর পুলিশ সুপারের পত্রের আলোকে বিরামপুর থানার অফিসার ইনচার্জ পুলিশের একটি দল আদালতের প্রতিনিধি দলের সহিত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আদালতের প্রতিনিধি দল আদালত অর্ডারের কাগজ কাগজপত্রের সঠিক নির্দেশনায় সরেজমিনে তদন্ত পূর্বক দিকনির্দেশনায় ঢোল পিটিয়ে জমি দখল প্রদান করেন। আদালতের প্রতিনিদল জমির উপরে ঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে তার জমি বুঝিয়ে দিয়েছেন আদালতের লোকজন। জীবনের শেষ সময়ে জমি ফিরে পেয়ে সরকার ও আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। পক্ষান্তরে ২টি দাগের গোপালপুর মহল্লার উত্তর পার্শ্বের সম্পত্তির উপরে আদালত প্রতিনিধি পুলিশ সহ উপস্থিত হলে বর্তমানে আবাদ কৃত কৃষকেরা উত্তেজিত হয়ে জমি থেকে উঠিয়ে দেয়। উপস্থিত থাকা পুলিশের দল ঘটনা কোনরকম নিয়ন্ত্রণে না আসায় স্থান পরিত্যাগ করতে বাধ্য হন। তবে অন্যান্য স্থানে তেমন কোনো সমস্যা সৃষ্টি হয় নাই। আদালত প্রতিনিধি দল লোকজনের উপস্থিতিতে লাল নিশান টানিয়ে প্রকৃত মালিককে তার জমি বুঝিয়ে দেন।

এ বিষয়ে ভুক্তভোগীরা জানান আদালতে দীর্ঘ সময় মামলা চলমান অবস্থায় আমরা নিয়মিতভাবে আদালতকে সম্মান জানিয়ে আমাদের অভিযোগ উপস্থাপন করেছিলাম। সেই লক্ষ্যে আইনের গতিতে উক্ত ঘটনার পর্যবেক্ষণ পূর্বক দীর্ঘ ৫৪ বছর পর আমরা রায় পেয়েছি। এতে করে আমরা খুব সন্তোষজনক ও খুশি হয়েছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular