মিলাদ মুদ্দাচ্ছির, সন্দ্বীপ,চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাছুয়াস্থ কাটগড় ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা’র প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর ইডেন প্যালেস কমিউনিটি সেন্টারে এই মাহফিল আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাওলানা মীর মোহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী সৈয়দ সাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ এনায়েত উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাক্তন ছাত্র পরিষদের ইউএস শাখার সভাপতি প্রফেসর কাজী ইসমাঈল হোসেন, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা এবিএম ছিদ্দিকুল্লাহ (হাফি:)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বশিরিয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইলিয়াস (হাফি:), কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা একেএম রফিকুল মাওলা (মোকাররম), চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর মোশাররফ হোসেন, গাছুয়া একে একাডেমি প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মুজিবুল মাওলা, মাস্টার মোহাম্মদ হোসাইন, মাওলানা সানা উল্লাহ, মাওলানা আবুল বশর, ডা. সাহাদাত হোসেন, বীমা কর্মকর্তা ওবায়দুল্লাহ তরিক, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদের শাহেদ, ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা শাহেদ সারওয়ার ফয়সাল, আবি জাহান জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হান্নান, সাবেক ইউপি সদস্য আবদুল হান্নান, ও বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। তারা জানান, প্রাক্তন ছাত্র পরিষদের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা রাখার জন্য তারা অর্থসহায়তা দেবেন।
অনুষ্ঠানে কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাওলানা ফরিদ উদ্দিন নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন, জনাব জহিরুল ইসলাম জন্টু। এছাড়াও যুব নেতা মাকসুদুর রহমান ও ছাত্র নেতা নজরুল মাহমুদও বক্তব্য প্রদান করেন।

ব্যাচ প্রতিনিধিদের মধ্যে থেকে বক্তব্য দেন জনাব অহিদুল ইসলাম আবছার (ব্যাচ ১৯৯৩), এমদাদুল ইসলাম রুবেল (ব্যাচ ১৯৯৭), মাস্টার ওমর ফারুক (ব্যাচ ২০০২), কাজী এহসান উল্লাহ (ব্যাচ ২০০০)। তারাও মাদ্রাসার উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রয়াত শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষার্থী ও কর্মচারীদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা ও দেশ ও মুসলিম উম্মাহর উন্নতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান বক্তা মাওলানা এবিএম ছিদ্দিকুল্লাহ (হাফি:)।
সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতেও এ ধরনের মহতি উদ্যোগ অব্যাহত থাকবে এবং মাদ্রাসার উন্নয়নে সকলে একসঙ্গে কাজ করবে।

এই আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের সংহতি আরও সুদৃঢ় হয় এবং মাদ্রাসার সার্বিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা আরও দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।