মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের গোবিন্দ পুর বাজার হাটী গ্রামের উওর পাশে নজরুল মিয়ার পুকুরের পাড় থেকে মারিয়া আক্তার ফাহিমা (৯)নামে এক মেয়ে শিশুর মরা দেহ উদ্ধার করে পুলিশ।
মারিয়া গোবিন্দ পুর গ্রামের মুছা মিয়ার শিশু কন্যা।জানা যায়,ঘটনর দিন গত ৩ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা সময় বাবা মায়ের সাথে মারিয়া বাড়ির পাশে বাজারে দোকানে যায়।দোকানে কেনা কাটা শেষে সে তার বাবার কাছে দশটি টাকা চায় চিপস কেনার জন্য। মা বাবা টাকা দিয়ে বাড়ি চলে যায়। পরবর্তীতে ফাহিমা বাড়িতে না ফিরলে খুঁজা খুজি শুরু করে এক পর্যায়ে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিলে রাত ১১:৪৫ মিনিটের সময় জানতে পারে বাজার হাটী গ্রামের উওর পাশে নজরুল মিয়ার বাড়ির পিছনে পুকুর পাড়ে মারিয়াকে মৃত অবস্থায় দেখতে পায়।
তার শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে মিঠামইন থানা পুলিশ খবর পেয়ে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।মিঠামইন থানার ওসি শফিউল আলম মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।