ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর মিশনপাড়া থেকে গত সোমবার (৭ এপ্রিল) রাতে আশরাফুল ইসলাম কালু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে পুলিশ। এসময় তার সাথে থাকা ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য এ প্রতিবেদককে নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি আরো জানান, গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম কালুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।