গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যা,ফ্যাসীবাদী আওয়ামী সরকারের দোসরদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা।
বুধবার (১৬অক্টোবর) বিকেলে গফরগাঁও মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদ্য সাবেক আহবায়ক ফজলুল হক, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পল্টন।
এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের আহবায়ক আল আমিন জনি,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা তাঁতিদলের সভাপতি রমজান মোল্লা, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম রিপন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল আলম পাপ্পু প্রমুখ।