ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় অবৈধ ভাবে বালু-মাটি বিক্রির অপরাধে আহসান হাবিব (২০) নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের ভ্রাম্যমান আদালত।
ঘটনাটি ঘটেছে, সোমবার (২১এপ্রিল) দুপুরে উপজেলার গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সামনে। আটক আহসান হাবিব শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানিয়েছেন, ঘটনার সময় তিনি গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে এসএসসি পরিক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। সামনে মাটিবালু বহনকারি একাধিক গাড়ির বহর দেখে সেখানে যান। পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১৫(৪) ও ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে এসকো ভেটর চালক আহসান হাবিবকে আটক করা হয়। পরে তাকে ৫০হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ৩মাসের জেল দেয়া হয়েছে বলেও জানান তিনি।