ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে সম্মাননা ও ক্রেস্ট পেলো উত্তম ৫শিক্ষক ও ১০শিক্ষার্থী

নীলফামারীতে সম্মাননা ও ক্রেস্ট পেলো উত্তম ৫শিক্ষক ও ১০শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় উত্তম শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সকালে (৩০এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এতে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র ট্রাস্টি গৌতম চন্দ্র বণিক এবং স্বাগত বক্তব্য দেন ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ এর সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাগর চন্দ্র রায়, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু বক্তব্য দেন।

অনুষ্ঠানে বার্ষিক মুল্যায়নে ৫জন উত্তম শিক্ষক ও ১০জন উত্তম শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট এবং সনদ পত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক।

‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ এর সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান জানান, অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার ১৭টি ইভেন্টে অংশ নেয়া ৪৯জনের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের ফিল্ড সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু।

প্রসঙ্গত ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় নীলফামারীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ১৫৬টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পড়াশোনা করছে ৪হাজার ৬৮০জন শিক্ষার্থী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular