ডেস্ক নিউজ : কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের হাজীর বাড়ি এলাকা থেকে লায়লা বেগম (১৪) ও্যড জান্নাতুল ফেরদৌস দীঘি (১৩) নামে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
গত ৪ মে রবিবার সকাল সাড়ে ৯ থেকে তাদের খুঁজে না পেয়ে ৫ মে সোমবার কর্ণফুলী থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি করে তাদের পরিবার। নিখোঁজের ২৪ ঘণ্টা পরও হদিস মিলেনি তাদের।
নিখোঁজ লায়লা বেগম স্থানীয় নবীর হোসেনের মেয়ে ও কর্ণফুলী মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী।অপরদিকে জান্নাতুল ফেরদৌস দীঘি একই বাড়ির বাসিন্দা মহিউদ্দিন হোসেনের মেয়ে ও চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, দুই কিশোরী নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ খোঁজ চালিয়ে যাচ্ছে। তাদের হাতে কোনো ধরনের ডিভাইজ না থাকায় অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে সিলেটের এক যুবকের মোবাইল নম্বর দেওয়া হলেও ওই যুবক এ বিষয়ে কোনো কিছু স্বীকার করছে না। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে সম্ভাব্য স্থানে অভিযান চলছে। আত্মীয়–স্বজনদের বাড়িতেও খোঁজ নিতে বলা হয়েছে।