ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে মেধাবী ৮০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

সৈয়দপুরে মেধাবী ৮০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণির সেরা ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন এক লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শিখনঘর নামের এক টিউটোরিয়াল হোমের উদ্যোগে এ বৃত্তি প্রদান হয়। শনিবার (১৭ মে) বিকেলে বৃত্তিপ্রাপ্ত ওই মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রাদন উপলক্ষে জেলার সৈয়দপুর উপজেলায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিখনঘরের পরিচালক ও সহায়ক মোস্তাফিজুর রহমান মিলন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী আক্তার, মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও সাংবাদিক রেজা মাহমুদ, আল-ফারুক একাডেমির সহকারি শিক্ষক ও সাংবাদিক সাহবাজ উদ্দীন সবুজ নীলফামারী সদরের সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান আরমান এবং রংপুর ক্যাডেট কোচিং সৈয়দপুর শাখার ব্যবস্থাপক আবু হানিফা ইবনে সামিউল নোমান।
এতে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য বলেন পার্বতীপুরের বেনীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহিদা আকতার। এছড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ফাবিয়া মোবাশ্বেরা ও তুলসীরাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া জাহান শশী। পরে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
শিখনঘরের পরিচালক ও সহায়ক মোস্তাফিজুর রহমান মিলন জানান, এর আগে ২০২৪ সালের ২০ ডিসেম্বর বৃত্তি প্রদানের লক্ষ্যে মেধাযাচাই পরীক্ষা নেওয়া হয়। স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ওই মেধাযাচাই পরীক্ষা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় শ্রেণি থেকে ১০ শ্রেণির প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থী অংশ গ্রহন করে। তাদের মধ্যে সেরা ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রতিবছরই এ ধরণের শিক্ষাবৃত্তির আয়োজন করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular