ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহের সাংবাদিক স্বপন হত্যা ও হামলার প্রতিবাদে সমাবেশ

ময়মনসিংহের সাংবাদিক স্বপন হত্যা ও হামলার প্রতিবাদে সমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা, ময়মনসিংহের যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান হোসাইন শাহীদ, যমুনা’র ক্যামেরাপার্সন ও কালবেলার প্রতিনিধি দেলোয়ার হোসেন ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক গাজী সাদেকের উপর হামলার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাাঁসির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৯অক্টোবর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমাবেশ বক্তরা বলেন, সাংবাদিক স্বপন ভদ্র, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের দ্রুত বিচার নিষ্পত্তি ও সারাদেশে সাংবাদিকদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হামলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিক্ষোভ মিছিল শেষে ধানমহাল কৃষ্ণচুড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্য্যনির্বাহী সদস্য সুপক রঞ্জন উকিল, শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular