ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনী রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ অক্টোবর সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চলবে আগামী ২৯, ৩০ ও ৩১ তারিখ পর্যন্ত।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইংসে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন (পিপিএম) এর সঞ্চালনায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সকলকে যার যার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠভাবে ও নিরপেক্ষতা বজায় রেখে পালনের আহবান জানান।