ময়মনসিংহ ব্যুরো : স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী নিজ জেলা ময়মনসিংহে সফর আসছেন। সচিব হিসাবে দায়িত্বভার নেয়ার পর উভয় সচিবের নিজ জেলায় এটাই প্রথম সফর।
ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে শনিবার সকাল সাড়ে আটটায় দুইজন সচিব সহ সকল সঙ্গীরা ময়মনসিংহ সার্কিট হাউজে এসে পৌঁছবেন।
যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত: জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক অনুষ্ঠান ও যুব উদ্যোক্তাদের সহিত মতবিনিময় ০৯ নভেম্বর শনিবার সকাল ১১ টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
বিকাল ৪টায় নগরীর জেলখানায়: ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুর্নবাসন প্রকল্প পরিদর্শন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এবং বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া সচিব যোগদান করবেন।
এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের শুভউদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন। দুপুর ১২ টায় চৌরঙ্গির মোড়ে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদ রিদওয়ান হাসান (সাগর) এঁর পরিবারের সাথে জেলা প্রশাসক ময়মনসিংহসহ সৌজন্য সাক্ষাৎ।
দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজের সভাকক্ষে ময়মনসিংহের ডেঙ্গু ব্যবস্থাপনা অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।
এ সফরে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. এনামুল হাবীব, যুগ্মসচিব জনাব মো: মহসীন এবং উপসচিব মিজ উম্মে হাবিবা সফরসঙ্গী হবেন।
অপরদিকে যুব ও ক্রীড়া সচিব এছাড়াও এরপর দুপুর আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এইচএসসি ২০২৪ পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে জিপি এ ৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।