নিউজ ডেস্ক: পিরোজপুর জেলার কদমতলা বাজারের কাছে বৃহস্পতিবার ভোরে গাড়ি খালে পড়ে একই পরিবারের চার সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজন হলেন মোতাখার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), মেয়ে মুক্তা (১০) ও ছেলে শোয়েব (২)।নিহত বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ মাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, বৃহস্পতিবার বেলা ২টা ২০ মিনিটে তারা খবরটি শুনেছেন।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চার শিশু, দুই পুরুষ ও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে।