মো: তৌফিকুল হক,রায়পুরা, নরসিংদী : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে রায়পুরা থানা পুলিশের মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়, আজ সকাল ১১ ঘটিকার সময় রায়পুরা থানা প্রাঙ্গনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস জব্বার সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়পুরা ও বেলাব সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, থানা অফিসার তদন্ত প্রবীর বাবু,বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার ডা:নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুনু অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, হারিছুল হক, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল হক, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, মতবিনিময় সবাই সিদ্ধান্ত হয় আগামী ১০ই ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস পালন করা হইবে ও১৬- ই ডিসেম্বর মহান বিজয় দিবস অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে।