ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনঅপার্থিব ব্যান্ডের প্রথম অ্যালবাম 'আবছা নীল কণা’ মুক্তি পাচ্ছে ২৮ মার্চ

অপার্থিব ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তি পাচ্ছে ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক : সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিব তাদের বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তির ঘোষণা দিতে পেরে রোমাঞ্চিত। খুব শিগগিরই অ্যালবামটি প্রধান সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

অর্কেস্ট্রা ও পাওয়ার মেটাল রিদমের মিশ্রণে তৈরি ৭টি ট্র্যাকের অ্যালবাম ‘আবছা নীল কণা’। অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘আবছা নীল কণা’ এর মিউজিক ভিডিওর শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন বলেন, ‘আমরা এখন পর্যন্ত এই অ্যালবামের ৫টি ট্র্যাক প্রকাশ করেছি। আমাদের সঙ্গীতের প্রতি আন্তর্জাতিক ও দেশীয় শ্রোতাদের অফুরন্ত ভালোবাসা এবং আবেগ আমাদের গভীরভাবে স্পর্শ করে। প্রথম অ্যালবামের কাজের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন এবং ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সঙ্গীত হচ্ছে অন্যতম একটি মাধ্যম যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’

অপার্থিব প্রথম মঞ্চে উপস্থিত হয় ২০০৯ সালে যখন ব্যান্ডের সকল সদস্য ছিলেন কার্লটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বর্তমানে ব্যান্ডের পাঁচ সদস্য সৈয়দ আদনান আলী কিরন (ড্রামস), সালেহীন চৌধুরী উচ্ছাস (ভোকাল ও গিটার), আসফিন হায়দার দিশা (ভোকাল), আদিয়ান ফয়সাল পূর্ণা (কিবোর্ড) সৈয়দ আহসান আলী কিরন (বেজ গিটার) কানাডার অটোয়াতে বসবাস করছেন।

২০২৪ সালের অক্টোবরে, অপার্থিব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের সহায়তায় `আবছা নীল কণা’ শিরোনামে একটি লাইভ কনসার্টের আয়োজন করে, যেখানে অপার্থিব ছাড়াও আরও তিনটি বাংলা ব্যান্ড অংশ নেয়।

স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে পরিচিতি অর্জন করছে অপার্থিব। তাদের লক্ষ্য, বিশ্বব্যাপী শ্রোতাদের সাথে তাদের সঙ্গীত ভাগ করে নেওয়া এবং মানুষকে আরও আবেগের সাথে বাঁচতে উৎসাহিত করা।

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫, এই অ্যালবামের ৫ম ট্র্যাক `পথিক’ ইউটিউবে প্রকাশিত হয় এবং অ্যালবামের প্রযোজক, জনপ্রিয় গিটারিস্ট এবং গিটার প্রশিক্ষক সাজ্জাদুল আরেফিন, বহু প্রতীক্ষিত এই ট্র্যাকটির অতিথি গিটারিস্ট ছিলেন।

অ্যালবামটি স্পটিফাই-তে প্রি-সেভ করার লিঙ্ক: https://ffm.to/ank, অপার্থিব সম্পর্কে আরো জানতে ভিজিট করুন: www.opartheeb.com, http://www.facebook.com/opartheebmusic.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular