ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়অর্থের পেছনে নয়, দেশের সেবক হোন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

অর্থের পেছনে নয়, দেশের সেবক হোন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

নিজস্ব প্রতিবেদক:   বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন,  পেশাগত জীবনে শুধুমাত্র অর্থের পেছনে নয়, যদি নিষ্ঠার সাথে চরিত্রবান হয়ে দেশের সেবক হোন।যদি নিজেকে সেবক মনে করে কাজ করতে পারেন তাহলে সম্মান এবং ঐশ্বর্য দু’টোই অর্জন করতে পারবেন।

শনিবার রাজধানীর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে BIU ল’অ্যালামনাই রিসিপশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম প্রধান এই বাংলাদেশে ইসলামী আইন কানুন শেখার একটি বিশ্ববিদ্যালয় থাকা খুবই বাঞ্চনীয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভূমিকা রাখছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আরও বলেন, BIU ল’ অ্যালামনাই রিসিপশন অনুষ্ঠানে এসে জানতে পেরেছি, জাতিকে নেতৃত্ব দিতে জনসাধারণের সেবা করতে এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছেন এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন শিক্ষার্থীরা। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন, যাদের অসীম সাহসিকতায় একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। একই সঙ্গে ফ্যাসিবাদ মুক্ত হতে জুলাই-আগস্টের ছাত্র জনতার নেতৃত্বাধীন বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এসব শহীদ যাদের অসীম আত্মত্যাগে এক নতুন বাংলাদেশের সূচনা করেছে বলেন।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেন, আপনারা যে যত বেশি আত্মবিশ্বাসী হবেন এবং নিজেকে যে যত বেশি বিদ্যা চর্চার মধ্যে রাখতে পারবেন সে তত বেশি এই পেশাতে প্রতিষ্ঠিত হতে পারবেন। আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুদক্ষ পরিচালনা পর্ষদ, কাঠামোগত উন্নয়ন ও এখানকার গ্রাজুয়েটদের কোয়ালিটি দেখে অভিভূত।

তিনি বলেন, আপনার দ্বারা কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব করেন। ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অসীম ভূমিকা রাখেন আইনজীবীরা। আইনজীবীরা বিচার বিভাগ ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন।

অনুষ্ঠানে আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় এবং BIU আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম রসুল এর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড এবং ডিন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. আ.ন.ম রফিকুর রহমান মাদানী, ভাইস-চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন সৈয়দ শহীদুল বারী, রেজিস্ট্রার ড. সোহেল আল-বেরুনী, বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিকুজ্জামান নজরুল, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বোর্ড অব ট্রাস্টি মো. মিজানুর রহমান, জারির জাফরী, ড. আব্দুল মান্নান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার আইন বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বক্তব্য রাখেন।এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইওট বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী সহ প্রমুখ। অনুষ্ঠানে আগত সম্মানীত অ্যালামনাই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular