ইকবাল ইবনে মালেক,চট্টগ্রাম,ঢাকানিউজ২৪।
অসহায় ও নিরুপায়দের পাশে নিয়ে এক বছর পেরিয়ে মানবিক প্রতিষ্ঠান আমাদের অতিথিশালা।
সমাজের আত্ম-মানবতায় সেবাকে লক্ষ্য করে বন্দর নগর চট্টগ্রাম সরাইপাড়া বনরুপা আবাসিক এলাকায় দক্ষ সংগঠক জাহিদ হাসানের উদ্যোগে গড়ে ওঠে আমাদের অতিথিশালা।
এই অতিথিশালার প্রায় ত্রিশের অধিক পরিবার সেবা গ্রহণ করেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে চিকিৎসা সেবা নিতে আসা সুবিধাবঞ্ছিত লোকদের থাকার এই বিশেষ বিনামূল্যের আবাসন সুবিধা অসহায় ও নিরুপায় মানুষেদের আশার প্রদ্বীপ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে গর্ভবর্তী নারীরা এই সেবা পেয়ে খুবই আনন্দিত। সোস্যাল এক্টিভিস্ট নজরুল মাহমুদ সঞ্চালণায় ও করান তেলওয়াতের মধ্য দিয়ে অনষ্ঠানটি সন্ধ্যার আনন্দঘন মুহুর্তে শুরু হয়।
ইফতার শেষে আয়োজিত অনুষ্ঠানে মানবিক উদ্যোক্তা জাহিদ হাসেনের ব্যতিক্রম এই উদ্যোগকে স্বাগতম জানিয়ে বক্তরা বক্তব্য প্রদান করেন চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের ডিরেক্টর মোশারফ হোসাইন, সমাজ সেবক লায়ণ নাসির উদ্দিন, সরকারী কর্মকর্তা উপ সচিব তাওহীদুল ইসলাম, ইউকে প্রবাসী ইকবাল বাবু, সমকালের আঞ্চলিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম সারোয়ার জাহান ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার আমির হোসেন।
স্বাগত বক্তব্য অতিথিশালায় পরিচালক জাহিদ হাসান বিগত এক বছরে হিসেব তুলে ধরেন। এই সময় তিনি জানান, বিগত বছরে ত্রিশ অধিক পরিবার বিনামূল্য আমাদের এই আবাসন সুবিধা গ্রহন করে। আমাদের এই প্রতিষ্ঠানের বড় ধরণের কোনো ডোনার নেই , স্বেচ্চায় অনেকের ক্ষুদ্রদানের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আমাদের ডোনারদের দানের অর্থ শুধু ভাড়া বাবদ বছরে লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে। এই মুহুর্তে আমাদের তেমন কোনো ফান্ড নেই। সবাই এগিয়ে আসলে আগামীতে আরো ভালো কিছু হবে।
এছাড়াও স্বাগতে বক্তব্যে বক্তরা বলেন ,সমাজে বিত্তমানরা এগিয়ে আসলে সমাজে সৃষ্টিশীল ব্যতিক্রমী কাজ গড়ে উঠবে এবং সমাজ থেকে বৈষম্য দূর হবে।
এই সময় আয়োজিত অনুষ্ঠানে দক্ষ সংগঠক এবং অনলাইন সোস্যাল এক্টিভিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন আলী, শিমুল সন্দ্বীপ, সাংবাদিক জাহিদ হাসান শাকিল, মাসুদুর রহমান মাসুদ, রেজাউল সাইমুম, শরীফ হাসান রণি, তমাল বিন চৌধুরী, নাজিম উদ্দিন মাসুম ,আকিব সাইফ উদ্দিন, মিলাদ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন অনিক খান