ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্গম চর থেকে আব্দুল হাই নামে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার সাপধরি ইউনিয়নের যমুনার নদীর দুর্গম চর প্রজাপতি গ্রাম থেকে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হাই (৬০) ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের শশারিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। সে পার্থশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল্লাহ গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুল হাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। শনিবার সকাল ১০টার দিকে ইসলামপুরের সাপধরি ইউনিয়নের যুমনার দুর্গম চর প্রজাপতি গ্রামে নদীতে ভাসমান অবস্থায় আব্দুল হাইয়ের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত আব্দুল হাইয়ের গলায় মাফলার পেঁচানো ছিলো বিধায় ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।