ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

শনিবার (১ মার্চ) বেলা ১২ টা ৩৫ মিনিট ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা – ময়মনসিংহ রেলপথে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে‌ বেলা সাড়ে বারোটায় ছেড়ে যায়।

রেলওয়ে স্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় বেলা ১২ টা ৩৫ মিনিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় ১ ঘন্টার পর কোন রকমে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে এনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে ট্রেন চালকসহ সংশ্লিষ্টরা আড়াই ঘণ্টা চেষ্টা করেও ট্রেনটি চালু করতে পারেনি। বিকল্প ইঞ্জিন এলে মহুয়া কমিউটার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

এদিকে ময়মনসিংহ ও মোহনগঞ্জগামী অসংখ্য ট্রেন যাত্রী ভোগান্তির শিকার হন। যাত্রীরা অনেকেই সড়ক পথে ও অগ্নিবীণা এক্সপ্রেসে করে গন্তব্যে রওনা হয়েছেন।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তফা কামাল বলেন, ‘মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হলেও ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে নিয়ে আসায় এ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন হবেনা।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular