ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনগানের স্কুল ‌‌সুরের ধারার দীর্ঘমেয়াদি বন্দোবস্ত বাতিল

গানের স্কুল ‌‌সুরের ধারার দীর্ঘমেয়াদি বন্দোবস্ত বাতিল

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার লালমাটিয়ায় গানের স্কুল ‌‌সুরের ধারার দীর্ঘমেয়াদি বন্দোবস্ত বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের স্বাক্ষর করা চিঠিতে ওই বন্দোবস্ত বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরের ধারার চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেয়া ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ (শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য) একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় উক্ত বন্দোবস্ত বাতিল করা হলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular