গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ভেজাল আইসক্রিম, ললিপপসহ বিভিন্ন ভেজাল পণ্য মজুদ ও বিপননের দায়ে আব্দুর রহিম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাওরামগোপালপুর গ্রামে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রামগোপালপুর ইউনিয়নের গাওরামগোপালপুর গ্রামের মৃত আবুল হাসিমের পুত্র।
জানা গেছে, আব্দুর রহিম বাড়িতে গোডাউন তৈরি করে বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য মজুদ করতেন। মজুদকৃত সেই ভেজাল পণ্য স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে প্রশাসনের একটি টিম রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ভেজাল আইসক্রিম, ললিপপ সহ বিভিন্ন ভেজাল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। এসম আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। অভিযানে সহায়তা করেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাবাহিনী, পুলিশ ও বিএসটিআই।
এম সাজ্জাদুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে।