ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে : গণপূর্ত উপদেষ্টা

চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে : গণপূর্ত উপদেষ্টা

নিউজ ডেস্ক : গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। শহরের ভেতরের খালগুলোর দিকে নজর দেওয়া হয়নি। তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি।

৩১ জানুয়ারি চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা জলাবদ্ধতা নিরসনের কাজটা শুরু করেছি এবং এ কাজ এগিয়ে যাবে। এবারের বর্ষায় আমরা যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি এবং সেটার মধ্য দিয়ে আগামী বর্ষার আগে জলাবদ্ধতা দূর হবে। অনুষ্ঠানে চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন এবং সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল কবির উপস্থিত ছিলেন।

আদিলুর রহমান খান আরো জানান, এ বছর চট্টগ্রাম নগরের ২১টি খাল পরিষ্কারের জন্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকায় বারইপাড়া খালের খননকাজ পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন-সহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এরপরে উপদেষ্টা আদিলুর রহমান খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খান, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম-সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ চট্রগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular