ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতজামালপুরে সেচ্ছাসেবক লীগ আহ্বায়কসহ গ্রেপ্তার ৩

জামালপুরে সেচ্ছাসেবক লীগ আহ্বায়কসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল আতিক জানান, গত ২৪ ঘন্টায় জুলাই-আগস্টের ঘটনা ও নাশকতার অভিযোগে জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম পারভেজ মুকুল ও সম্প্রতি ফৌজদারি রোডে রাষ্ট্রের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলের জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম ইসলাম মোবারককে গ্রেপ্তার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল শহরের বাইপাস এলাকার আশরাফ মাস্টারের ছেলে৷

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, জুলাই আগস্টের ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামীকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করে যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেপ্তারের দাবিতে গত রবিবার দুপুরে শহরের প্রধান সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular