ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিডেভিল হান্টের নামে বিরোধী মতে দমন চালছে: জিএম কাদের

ডেভিল হান্টের নামে বিরোধী মতে দমন চালছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক:  দেশজুড়ে চলা অপারেশন ডেভিল হান্টে’র নামে ঢালাওভাবে বিরোধী মত দমন’ চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তিনি বলেছেন, ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে প্রতীয়মান হচ্ছে। একইসাথে গায়েবি মামলা দেয়া হচ্ছে।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনার প্রেক্ষিতে পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর শনিবার সারাদেশে অপারেশন ডেভিল হান্ট নামের এ অভিযান শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।

সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতকারী এবং সন্ত্রাসী তারাই এ অভিযানের লক্ষ্য বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ অভিযানে গত দুই দিনে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীসহ পুরনো মামলার আসামিও রয়েছেন।

এই অভিযানে জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে জিএম কাদের বলেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে এবং তাদের জামিন দেয়া হচ্ছে না।

সভা, সমাবেশ ও মিছিলের ন্যায় স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে।

গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা’ করা হয়েছে দাবি করে দলের চেয়ারম্যান এর প্রতিবাদ ও নিন্দা জানান।

একই সঙ্গে তিনি জনগণের উপর জুলুম ও হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular