ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক: ঈদযাত্রায় সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়ে উত্তরবঙ্গের মানুষ। এবারও যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনা, বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এই যানজট দেখা দেয়।

এদিকে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে মধ্যরাতে ও রোববার সকালে যমুনা সেতুর ঢাকাগামী লেন বন্ধ করে দিয়ে একযোগে ১৮টি বুথে টোল আদায় করে উত্তরগামী যানবাহন পারাপার করছে সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সেতুর ওপর তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং দুটি গাড়ি বিকল হয়ে যায়। পরে এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে রাতে ও সকালে দুই দফায় ঢাকাগামী যানবাহনগুলো সিরাজগঞ্জ প্রান্তে আটকে দিয়ে উভয় প্রান্তের ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হয়।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, সেতুর ওপর দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে সময় লাগায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হয়ে যাবে।

গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল জানান, রাত ও সকাল থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular