মো: তৌফিকুল হক, নরসিংদী (রায়পুরা) : তারুণ্যের উৎসব ২০২৫ইং উদযাপন উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য রেলি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়, অদ্য সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা উক্ত কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন, রেলিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
পরে বাংলাদেশ রেলওয়ের শ্রীরামপুর রেল ক্রসিং এর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত জায়গায় উপজেলা প্রশাসন কর্তৃক বাংলাদেশ বন বিভাগ রায়পুরা উপজেলার সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান মো: নুরুদ্দীন রেল কর্তৃক উচ্ছেদকৃত স্থাপনার খালি জায়গায় বৃক্ষরোপণ করেন।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন খালি জায়গায় আগামী দিনে অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।