ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশুনারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিচার ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার তারা বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা বলছেন, সম্প্রতি দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিটি ঘটনার বিবরণ আমাদের মা-বোনদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত করে তুলছে। এসব ঘটনার মূল কারণ হলো আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা।

খুন, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন উল্লেখ করে বলেন, আজ আমরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নই। দেশজুড়ে খুন, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে, অথচ সরকার এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।

সব ধর্ষণের ঘটনার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিতের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে পরিবর্তনের আশায়। কিন্তু যদি তারা তাদের দায়িত্ব ভুলে যায় বা ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে নামবো।

বিক্ষোভ কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং তারা নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular