ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকনির্বাচনের ফলাফলে ট্রাম্প সমর্থকদের উল্লাস

নির্বাচনের ফলাফলে ট্রাম্প সমর্থকদের উল্লাস

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে এখনও কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের মাঠ দেখে মনে হচ্ছে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার পর এবার সুইং স্টেট জর্জিয়ায় জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইলেক্টোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মত, যখন নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে সামান্য হলেও লক্ষণীয়ভাবে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন। ট্রাম্প ২৪৮ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২১৬ ইলেক্টোরাল ভোট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

জয়ের এমন আভাস পাওয়ার পর ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। অন্যদিকে এমন ফলাফল আসার পর সম্ভবত অনেকটাই হতাশ ডেমোক্রেটরা। ডেমোক্রেট প্রার্থীর রাতে ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি দিচ্ছেন না বলে নিশ্চিত করেছে তার প্রচারশিবির।

এদিকে এমন ফলাফলে ব্যাপক উল্লাস প্রকাশ করছেন ট্রাম্পের সমর্থকরা। এরই মধ্যে তারা ট্রাম্পের সদরদপ্তরে ব্যাপক উল্লাস শুরু করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular