নীলফামারী প্রতিনিধি। ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্রতিপাদ্যে নীলফামারী ও সৈয়দপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জেলা স্কাউটস ভবনে জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি ও স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউটস’র সম্পাদক আতাউর রহমান।
জেলা কাব লিডার আখতারুজ্জামান শাহিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা স্কাউটস’র সহকারী কমিশনার গোলাম মোস্তফা খোকন, কোষাধ্যক্ষ সৈয়দ গোলাম ফারুক, উপজেলা স্কাউটস’র সম্পাদক মুশিউর রহমান ও উপজেলা কমিশনার বদরুন নাহার বক্তব্য দেন।
এছাড়া নীলফামারীর সৈয়দপুরে দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।