ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

নীলফামারী প্রতিনিধি : দুই দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে তিন ঘন্টার কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।
সোমবার (৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে এগারটা পর্যন্ত এই তিন ঘন্টা ব্যাপী কর্মসুচি পালন করা হয়। এ সময় দাবি বাস্তবায়নে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি আসাদুজ্জামান প্রামাণিক ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ-সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী এবং সাবেক সভাপতি ভরত চন্দ্র রায়।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন জানান, সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় স্থাপন ও জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপুর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

সংগঠনের সভাপতি লোকমান হোসেন জানান, আমরা দীর্ঘদিন থেকে এই দাবি করে আসছি। যৌক্তিক দাবি আমাদের। তিনি বলেন, দাবি বাস্তবায়নে নীলফামারীতে ম্যাজিস্ট্রেট আদালতে ৮০জন এবং জজ আদালতে ১২০জন কর্মচারী রয়েছেন যারা এই আন্দোলন শরিক রয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular