পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। সকালে সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া ও স্কাউট পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা ।
তিনি অলিম্পিকের প্রতীক মশাল প্রজ্বলন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছায়ফুল্ল্যা। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহসীন আলী, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম ও আবু তালেব।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিভিন্ন ইভেন্টে ৪৪৩ জনকে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।