ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদপঞ্চগড়ের দেবীগঞ্জে পানি ব্যবস্থাপনার এডহক কমিটি গঠন বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি ব্যবস্থাপনার এডহক কমিটি গঠন বিষয়ক কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার তেলীপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের বৈদ্যুতিক ব্লক-৩ হালকা পাম্প সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা দল গঠনের জন্য এডহক কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এর উপ প্রধান সম্প্রসারণ দপ্তর ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় ওই কর্মশালার আয়োজন করে।

শনিবার দুপুরে প্রকল্প এলাকায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুর’র মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন, ডেভ. কনসালটেন্ট মতিউর রহমান, পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের উপ প্রধান সম্প্রসারণ অফিসার রফিউল বারি, দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোরশেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সিএফ আব্দুল মুত্তালিব, আলফাজ আহমেদ প্রমূখ।

কর্মশালায় শেষে তপন কুমার রায়কে আহবায়ক করে ওই প্রকল্পের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।

কর্মশালায় পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের উপ প্রধান সম্প্রসারণ অফিসার রফিউল বারি জানান, ১৯৬৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির নির্মাণ কাজ করে। খরিফ-১, খরিফ-২ ও রবি মৌসুমে কৃষকদের সেচ সুবিধা দিতে তখন করতোয়া নদী থেকে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি তুলে কৃষকদের সেচ সুবিধা বাড়ানোর জন্য এই প্রকল্পটি গ্রহণ করা হয়। নিয়মিত সংস্কার কাজ না করায় এতদিন ৯ কিলোমিটারের মধ্যে মাত্র এক কিলোমিটার সেচনালা দিয়ে এতদিন কৃষকদের সেচ সুবিধা প্রদান করা হত। চলতি অর্থবছরে বাকি ৮ কিলোমিটার সেচনালা সংস্কার কাজ শুরু করা হয়েছে। প্রকল্পের পুরো সেচনালা সংস্কার করা হলে ওই এলাকার প্রকল্পভ‚ক্ত এক হাজার ৫৩০ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular