ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখপার্বত্য জনপদে সুপেয় পানির ব্যবস্থার জন্য বিজিবির পাইপ বিতরণ

পার্বত্য জনপদে সুপেয় পানির ব্যবস্থার জন্য বিজিবির পাইপ বিতরণ

নিউজ ডেস্ক: বিজিবির মানবিক উদ্যোগের অংশ হিসেবে দুর্গম পার্বত্য জনপদ দোপানীছড়ায় সুপেয় পানির ব্যবস্থাকল্পে ১০০০ ফুট পাইপ বিতরণ করলো বিজিবির রুমা ব্যাটালিয়ন।বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার অত্যন্ত গহীন এবং দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত দোপানীছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠির জন্য সুপেয় পানির ব্যবস্থাকল্পে ১০০০ ফুট পানির পাইপ বিতরণ করেছে বিজিবি।

 ১১ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধীনস্থ দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত দোপানীছড়া পাড়ার কারবারীর নিকট ১০০০ ফুট পানির পাইপ হস্তান্তর করেন। এসময় বিজিবির জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্গম দোপানিছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠি দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভুগছিল।গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বিজিবি’র বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দোপানীছড়া বিওপি পরিদর্শনকালে স্থানীয় জনগোষ্ঠী তাদের সুপেয় পানির অভাবের কথা তুলে ধরেন এবং এ সমস্যা দুরীকরণের জন্য পাড়ার কারবারী সেক্টর কমান্ডারের নিকট ১০০০ ফুট পানির পাইপ সরবরাহের জন্য আবেদন করেন। এসময় সেক্টর কমান্ডার সুপেয় পানির ব্যবস্থাকরণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ দুর্গম দোপানিছড়ার পাহাড়ী জনগোষ্ঠীর কাছে ১০০০ ফুট পানির পাইপ হস্তান্তর করা হয়। ইতোপূর্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন জণকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের মানবিক ও জণকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular