ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য সংস্কার কমিশন

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন।

সোমবার (৫ মে) সকাল ১১টায় স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন পেশ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর বেলা পৌনে ১২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কমিশনের খসড়া সুপারিশে ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা উঠে এসেছে। যার মধ্যে আছে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বাধ্যতামূলক প্রশিক্ষণ, উপজেলা ও জেলা হাসপাতালে ২৪ ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা, জিপি-রেফার্ড সিস্টেম চালু প্রভৃতি।

এ ছাড়া সারা দেশে চিকিৎসাসেবার মান বাড়ানো, চিকিৎসক-রোগী আস্থার সংকট দূর করা, সেবাকে সর্বজনগ্রাহ্য করে তোলা এবং হাসপাতালগুলোকে নিরাপদ ও মানবিক করে গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাবনা ও সুপারিশ তৈরি করেছে স্বাস্থ্যখাত সংস্কারে গঠিত কমিশন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular