ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা না বাড়ানোয় ক্ষুব্ধ চিকিৎসকরা

বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা না বাড়ানোয় ক্ষুব্ধ চিকিৎসকরা

সুমন দত্ত : আগামী ৪৭তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের আবেদন করার বয়স সীমা না বাড়ানোয় অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানিয়েছে ইউনাইটেড মেডিকেল অর্গনাইজেশনস অফ বাংলাদেশ। বিসিএসে চিকিৎসকদের আবেদনের বয়স ৩৪ করার দাবি জানানো হয়। এতে পরীক্ষায় অংশ নেওয়ার বৈষম্য দূর হবে বলে তারা মত দেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় তারা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আবদুল ওহাব, বিশেষ অতিথি ছিলেন ডা. মাহফুজুল হক চৌধুরী, তিনি সভাপতি চিকিৎসক ঐক্য পরিষদ। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের ডা. মোবারক হোসেন । এছাড়া বক্তব্য রাখেন ডা. মাইনুদ্দিন চিশতি ও সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম সামদানি।

ডা. আবদুল ওহাব মিনার বলেন, চিকিৎসকদের বয়সের গণ্ডিতে বেধে বিসিএসে বসানোর কোনো যৌক্তিকতা নেই। বয়স উন্মুক্ত করে দেওয়া হোক। চিকিৎসকদের বিসিএস পরীক্ষায় আবেদনের বয়স ৪০ করে দেওয়া যেতে পারে। যদি কারো যোগ্যতা থাকে সে টিকবে। ছোটদের সঙ্গে চাকরিতে মানিয়ে নিতে পারবে। উন্নত দেশে এসব পরীক্ষায় বয়স উন্মুক্ত থাকে। পারলে সবার বয়স ৪০ করে দেওয়া হোক।

গোলাম সামদানি বলেন, আমরা বিসিএস পরীক্ষায় আবেদনের বয়স ৩৪ হবে ধরে নিয়েছিলাম। আমাদেরকে এমন ধারণা দেওয়া হয়েছিল। অবাক হলাম ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন দেখে। যখন দেখলাম অন্য সবার মতো আমাদেরও বয়স ৩২ করে দেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম আমাদের আবেদনের বয়স সীমা হবে ৩৪।

এটা না করে আমাদের কে বৈষম্যের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। অথচ আমরা দেরিতে বিসিএস পরীক্ষায় বসার সুযোগ পেয়ে থাকি। অন্যরা যেখানে চার বছরে অনার্স পাস করে বিসিএসে বসার সুযোগ পায়, সেখানে আমরা চিকিৎসকরা ৬ বছরে ইন্টার্নীসহ এমবিবিএস পাস করে এধরনের পরীক্ষায় আবেদনের যোগ্যতা অর্জন করি। এজন্য বহু আগে থেকে আমাদের বিসিএসে আবেদন করার সময়সীমা ছিল ৩২ বছর। বর্তমানে সরকার সব বিসিএস পরীক্ষায় ৩২ বছর করলে আমাদেরটাও ২ বছর বেড়ে ৩৪ বছর হবার কথা। সেটা হলো না দেখে আমরা চিকিৎসকরা সবাই হতাশ হয়েছি। সরকারকে অবিলম্বে সংশোধিত বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করার অনুরোধ জানাই। যেখানে চিকিৎসকদের আবেদনের বয়স ৩৪ থাকবে।

চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে কয়েকবার স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছি। সবাই শুধু আশ্বাস দিয়ে বলেছে দাবি যৌক্তিক, কিন্তু তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সংগঠনের মুখপাত্র ডা. মোবারক হোসেন বলেন, আমাদের এই যৌক্তিক দাবি যদি আগামী এক সপ্তাহের মধ্যে মানা না হয় তবে আমরা বৃহৎ আন্দোলন কর্মসূচিতে যাবো। আমরা চাইনা দেশের মানুষের স্বাস্থ্যের কথা ভেবে কোনো কর্মসূচিতে যেতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular