ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ সম্পর্কে প্রতিদিন অপপ্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ সম্পর্কে প্রতিদিন অপপ্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশাল বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্পর্কে অপপ্রচার করছে। বিষয়টি নিয়ে অবশ্যই প্রতিবাদ জানানো হবে। আর প্রতিবাদের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। কারণ অন্য দেশকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এ ঘটনায় স্ট্রং একটি প্রটেস্ট লেটার তাদের (ভারতকে) দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, তারা যাতে মিথ্যে রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি।

আপনারা সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোনো ভুল করি, আপনারা বলেন আমরা সেটা রেক্টিফাই করবো। আমার ভেতরে কোনো রকম দুর্নীতি থাকলে, আপনারা বলুন, আমার উত্তর দিতে দ্বিধা নেই। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট আপনারা দেবেন না, কারণ মিথ্যা বিষয়টি একটা সময় প্রকাশ পাবেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয়রা মিথ্যা রিপোর্ট দেয় সেটা সবাই জানে। এখন এমন অবস্থা হয়েছে, তারা সত্যি রিপোর্ট দিলে সেটাও সবাই বলবে মিথ্যা রিপোর্ট। আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন। আর আপনারাই এ ব্যাপারে আমাদের বড় শক্তি।

বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্যান্য জায়গা থেকে এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। যদিও মাঝে মাঝে রাস্তা ব্লক করে ফেলা হয়। তবে এটি রোধে সবাইকে চেষ্টা করতে হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ বাহিনীর আস্থার একটি সংকট ছিল, আর এটা হঠাৎ করে ঠিক হয়ে যাবে না। কিন্তু আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, আস্তে আস্তে আরও হবে। সবাইকে ধৈর্য্য ধরতে হবে। আর মব জাস্টিসের বিরুদ্ধে সাংবাদিকরা সবার আগে জনসচেতনতা বাড়াতে পারেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular