ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমৌলভীবাজারমঈন উদ্দিন ও ফখর উদ্দিন ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার দোসর: মাহিদুর রহমান

মঈন উদ্দিন ও ফখর উদ্দিন ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার দোসর: মাহিদুর রহমান

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান বলেন, মঈন উদ্দিন ও ফখর উদ্দিন ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার দোসর। তারা ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় এসেছিলো। দেশের গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করতে। এই ১৫-১৭ বছর মানুষের বাকস্বাধীনতা, ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকার ছিলোনা।

রাজনীতিবীদরা সাংবিধানিকভাবে রাজনীতির চর্চা করতে পারেননি। এটার পেছনে শক্তিশালী ভূমিকায় ছিলো ভারত। তাই ৩৬ জুলাই এমননি এমননি হয়নি। এর পেছনে বিএনপির নেতাকর্মীদেরও দীর্ঘ ত্যাগ ও অবদান রয়েছে।

তিনি শনিবার ১৪ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ’র সঞ্চালনায় দেশের চলমান প্রেক্ষাপট ও মৌলভীবাজারের সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, আজাদুর রহমান আজাদ, বকশী মিছবাহ উর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, আহমদ ফারুক মিল্লাদ, মু. ইমাদ উদ দীন, এম এ হামিদ, মো. শাহাজান মিয়া, মাহবুবুর রহমান রাহেল, সৈয়দ মমসাদ আহমদ, মোক্তাদির হোসেন, মো. সালাউদ্দিন, আলী হোসেন রাজন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবী ও চব্বিশের ২য় স্বাধীনতায় নিহতদের স্মরনে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular