ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার,মুক্তির দাবিতে বিক্ষোভ

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার,মুক্তির দাবিতে বিক্ষোভ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হোসেনগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে আটক করেছে থানা পুলিশ।বুধবার ১৬ এপ্রিল ভোররাতে
পাশের উপজেলা বীরগঞ্জ গনির হাট এলাকা থেকে আটক করা হয়েছে। হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টারের দায়ের করা ছিনতাইয়ের মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায়নএদিন সকালে চেয়ারম্যানের মুক্তির দাবিতে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ সমর্থক থানার মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এবং বিভিন্ন শ্লোগান দেন। এবং চেয়ারম্যানকে ছেড়ে না দিলে তার যাবেনা বলে বিক্ষোভ করেন।
পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের শান্ত হতে বললে, বিক্ষোভকারিরা আরো উত্তেজিত হয়ে ওঠে। এসময় কিছুক্ষণের জন্য রাস্তা চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ইউএনও শাফিউল মাজলুবিন রহমান সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত চেয়ারম্যান এর সমর্থকদের শান্ত হতে এবং অবৈধভাবে রাস্তা অবরোধ থেকে সরে যেতে বললে জনগণ কর্ণপত না করে আরো বিশৃঙ্খলার চেষ্টা করে। পরে পুলিশের সহায়তায় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে রাস্তা ও থানা চত্বর থেকে বিক্ষোভকারিদের সরিয়ে দেওয়া হয়। এ সময় কয়েকজন বেশি বাড়াবাড়ি করলে ৪ জনকে আটক করেন থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন মফিজুল ইসলাম সেন্টু (৪০) শিমুল ইসলাম (৩৫) মুক্তারুল ইসলাম (৩২) ও দেলোয়ার হোসেন (৩৭)।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মমতাজ আলী গতকাল মঙ্গলবার ১৫ এপ্রিল বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রাণীশংকৈলে আসার পথে বারোঘরিয়া বাজারে পৌঁছালে চেয়ারম্যান মতি ও তার লোকজন নিএনপি নেতা মমতাজের পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে তাকে মারপিট করে। এ মসয় তার ব্যবহৃত মোটরসাইকেল,মোবাইল ফোন ও পকেটে থাকা ১ লক্ষ ৩৯ হাজার টাকা চেয়ারম্যান ও তার লোকজন ছিনিয়ে নেন। এ ঘটনায় মমতাজ আলী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি (৪৫) কে প্রধান আসামি করে আনোয়ার হোসেন (৩৫ মনিরুল ইসলাম মনিরসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে থানায়

মামলা দায়ের করেন। যার মামলা নং ১১। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলার ১নং আসামী মতিউর রহমান মতিকে রাতে গ্রেফতার করে সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ওসি আরো জানান, থানার সামনে চেয়ারম্যানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিছু লোকজন রাস্তা অবরোধ করে। তাদের আমরা ছত্রভংঙ্গ করে দেই। এ সময় আটককৃত ৪ জনের ব্যপারে পরবর্তীতে জানানো হবে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানকে পুলিশ গ্রেপ্তার করে। এ কারণে চেয়ারম্যানের কিছু সমর্থক বেআইনি ভাবে রাস্তায় জমায়েত হয়ে রাস্তা অবরোধ করে।
এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সাহাতায় কম বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে পরিবেশ নিয়ন্ত্রণে আনি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular