চবি প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা – কর্মচারী পরিষদ, জেলা ছাত্রকল্যাণ সমিতি, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
১৯৫২ সালে ২১ শে ফেব্রয়ারি মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারা।