ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে যুবদের দক্ষ করে তুলছে সরকার'

স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে যুবদের দক্ষ করে তুলছে সরকার’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক অনুষ্ঠান ও যুব উদ্যোক্তাদের সহিত মতবিনিময় ০৯ নভেম্বর শনিবার সকাল ১১ টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ মাদক ও সন্ত্রাস দমনে যুবদের ভূমিকা রাখার আহব্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন দেশের ৫ কোটি ৩০ লক্ষ যুবদের
দক্ষ করে আত্মনির্ভরশীল করে তুললেই দেশ হবে স্বনির্ভর।

তিনি বলেন, নয় লক্ষ যুবদের আধুনিক আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে। তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার আগে আত্মবিশ্বাসী ও উদ্যোগী হতে হবে। আগামী ৩০ ডিসেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া সচিব।

অনুষ্ঠানে আরো অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার , ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ শরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। অনুষ্ঠানে যুব উন্নয়নের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন যুব উন্নয়নের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ।

বিকালে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুর্নবাসন প্রকল্প পরিদর্শন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবএবং বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া সচিব।

এর আগে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। দুপুর ১২ টায় চৌরঙ্গির মোড়ে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদ রিদওয়ান হাসান (সাগর) এঁর পরিবারের সাথে জেলা প্রশাসক ময়মনসিংহসহ সৌজন্য সাক্ষাৎ করেন সচিবদ্বয়।

দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজের সভাকক্ষে ময়মনসিংহের ডেঙ্গু ব্যবস্থাপনা অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।

অপরদিকে যুব ও ক্রীড়া সচিব এছাড়াও ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এইচএসসি ২০২৪ পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে জিপি এ ৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান যুব দিবস উপলক্ষে পরিচ্ছন্ন করা আকুয়া খাল পরিদর্শন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী সচিব হিসাবে দায়িত্বভার নেয়ার পর যুব ও ক্রীড়া সচিবের নিজ জেলায় এটাই প্রথম সফর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular