ঢাকা  বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআফগানিস্তান-মিয়ানমার ম্যাচ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনায়

আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনায়

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে কিংস অ্যারেনায়। একই সঙ্গে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানকে একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বাফুফে।

নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানে ফিরতি ম্যাচ খেলতে যেতে পারছে না মিয়ানমার। তাই বাধ্য হয়ে খুঁজতে হয়েছে নিরপেক্ষ ভেন্যু। এরই প্রেক্ষিতে বাংলাদেশের কিংস অ্যারেনাকে প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাবে রাজি হওয়ায় ১৮ নভেম্বর আফগানিস্তান-মিয়ানমার ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

একই দিন জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ খুঁজছে। ইতোমধ্যে প্রস্তাবও দেয়া হয়েছে। তবে এখনও সিদ্ধান্ত জানায়নি আফগানিস্তান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular