নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীর্ষ বৈঠকে বসার জন্য আলাস্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
হোয়াইট হাউস প্রেস কর্পসের সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও অনুসারে, ট্রাম্পকে বহনকারী বিমানটি ওয়াশিংটনের কাছে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এটি আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের বিমান ঘাঁটিতে অবতরণ করবে।
মার্কিন নেতার প্রেস সার্ভিস থেকে প্রকাশিত সময়সূচি অনুসারে, দ্বিপাক্ষিক সম্মেলনটি শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে বার্তা সংস্থা তাস জানিয়েছে, আলাস্কায় শীর্ষ বৈঠকে যোগদানের পথে রুশ প্রেসিডেন্টকে নিয়ে উড়াল দেওয়া রুশ বিমানটি মাগাদান অঞ্চলে যাত্রাবিরতি করেছে। সেখানে পুতিন বেশকিছু কার্যক্রমেও অংশ নেবেন।
রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, পুতিন এবং ট্রাম্পের মধ্যে বৈঠকটি একের পর এক কথোপকথনের মাধ্যমে শুরু হবে। আলোচনার সময় নেতাদের পাশাপাশি সেখানে কেবল কেবল দোভাষীরা অংশগ্রহণ করবেন।
তার মতে, বৈঠকের কেন্দ্রীয় বিষয় হবে ইউক্রেনীয় সংকটের নিষ্পত্তি। তবে পুতিন এবং ট্রাম্প ‘শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিস্তৃত কাজ – সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো’ নিয়েও কথা বলবেন।




