ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষআশুগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজার জব্দ, আটক ২

আশুগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজার জব্দ, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া সোমবার দুপুরে উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করেন।

এসময় দেলোয়ার হোসেন-(৫৩) ও রফিক মিয়া- (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাদের দু’জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া জানান, আশুগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলনের কোন অনুমোদন নেই৷ অবৈধ ভাবে মেঘনা নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন করার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি ড্রেজার জব্দ ও দুইজনকে আটকের একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular