ঢাকা  মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে অবস্থিত কারখানাটির শ্রমিকরা মূল ফটকের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

পুলিশ ও শ্রমিকরা জানায়, আজ সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। কর্তৃপক্ষের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করার পরও কোনো সিদ্ধান্ত না জানানোয় তারা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের দাবিগুলো হলো- সকল শ্রমিকের বেতন ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। মেডিকেল ছুটি পাশ করালে হাজিরা বোনাস থাকতে হবে। মেডিকেল ছুটি কোনো অফিসের স্যার পাশ করাতে পারবে না, ডাক্তার দ্বারা পাশ করাতে হবে। মেডিকেলে সব ধরনের ওষুধ থাকতে হবে। নাইট বিল কমপক্ষে ১৫০ টাকা দিতে হবে। বাৎসরিক ছুটির টাকা জানুয়ারি মাসে দিতে হবে। শ্রমিকের নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন আনার অনুমতি দিতে হবে। চাকরি ছাড়ার পর প্রাপ্য টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে। বিনা কারণে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। যদি কোনো কারণে শ্রমিককে ছাঁটাই করা হয়; তাহলে চলতি মাসের বেতন ও তিন মাস ১৩ দিনের বেতনসহ প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে হবে।

এ বিষয়ে জানতে কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরঙ্গজেব খান বলেন, গত মাসের বেতন ১৬ তারিখ দুপুর ১২টার মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য যে দাবি-দাওয়া আছে; তা পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ আলম জামান বলেন, শ্রমিকরা ৯ দফা দাবিতে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular