নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নৈরাজ্য বিশৃঙ্খলা অস্থিরতা ও অস্বস্তির প্রতিবাদে গনসমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখা।
রবিবার (১ ডিসেম্বর ) বিকাল ৩ টায় শহরের দয়াময়ী মোড়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে এবং জেএসডি ছাত্রলীগের জেলা সভাপতি সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সজীব সরকার রতন, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলার উপদেষ্টা প্রবীন রাজনীতিবিদ সিদ্দিকুর রহমান, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাসানুজ্জামান তালুকদার, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মাহবুবুর রহমান খান দিপু, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজউদ্দীন সবুজ, জেএসডি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কবি আশরাফ আলী, জেএসডি জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহেল প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, পাশের দেশে বসে কলকাঠি নেড়ে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশ নিয়ে কোন প্রকার নাক না গলানোর জন্য বলা হয় এবং হিন্দু মুসলিম দাঙ্গা আমরা হতে দিব না বলেও মোদি সরকারকে কঠুর হুঁশিয়ারি দেওয়া হয়। সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে দেশকে যেন আবারো লুটপাট কারীদের হাতে তুলে দেওয়া না হয় এবং দ্রব্যমূল্য নিয়ে সিন্ডিকেটকে আঘাত করার বিষয়ে ইউনুস সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
কারণ আজ কোটি কোটি মানুষের মুখে সংস্কারের বানী। ৫৩ বছরে এই দেশ মাথা তুলে দাঁড়াতে পারে নাই তাই ওই লুটপাটকারীদের হাতে এই দেশ আবারো তুলে দিলে সাগরের অতল গহব্বরে নিমজ্জিত করা হবে।
বক্তারা আরো বলেন, শেখ হাসিনা তার বাবার সম্মানকে নিজেই ধুলিস্যাৎ করে দিয়েছে। মানুষ হত্যা, গুম, খুন চাঁদাবাজি এবং চর দখলের মত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ যুবলীগকে ধ্বংস করেছে।



