ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকট্রাম্প-পুতিন ২ ঘণ্টা ফোনালাপ, সমঝোতায় আশাবাদী

ট্রাম্প-পুতিন ২ ঘণ্টা ফোনালাপ, সমঝোতায় আশাবাদী

নিউজ ডেস্ক: ইউক্রেনে যুদ্ধবিরতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে ফোনে আলাপ করেছেন। এই আলোচনার পর পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন।

পুতিনের সঙ্গে কথা বলার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন। পরে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন দ্রুত পুনরায় আলোচনার টেবিলে ফিরবে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একটি যুদ্ধবিরতির কার্যকরে আলোচনা শুরু করবে। তিনি যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন।

রাশিয়ার রাষ্ট্রীয় পরিচালিত আরআইএ নভোস্তিকে পুতিন বলেছেন, তিনি একটি কার্যকর যুদ্ধবিরতি চান। তার দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করতে প্রস্তুত, যা সবপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। আলোচনাটিকে অত্যন্ত স্পষ্ট ও কার্যকর বলেও আখ্যা দিয়েছে রুশ গণমাধ্যম।

পুতিন বিশ্বাস করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করলে তা বিফলে যায় না। তার সঙ্গে কথা বলাটা গুরুত্বপূর্ণ ছিল বলেও মনে করেন পুতিন। আলোচনায় পুতিন ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি।

তবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধবিরতির সময়সূচি নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়নি। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনায় দুই নেতা ৯ জন মার্কিন নাগরিক ও ৯ জন রুশ নাগরিক বিনিময়ের ব্যাপারে কথা বলেছেন।

সর্বশেষ গত সপ্তাহে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল শান্তি আলোচনায় মুখোমুখি হয়। এই প্রক্রিয়ায় ট্রাম্পের দূতও অংশ নেন। তবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular